প্রকাশিত: Fri, Dec 8, 2023 10:37 AM
আপডেট: Tue, Jan 27, 2026 11:15 AM

নির্বাচনের সময় যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের বড় দুটি অর্থনৈতিক প্রকল্প নিয়ে নাড়াচাড়া করছে

আব্দুল হাই সঞ্জু, ফেসবুক: জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত ক্ষমতাসীন সরকার গুরুত্বপূর্ণ কোনো আইনও প্রণয়ন করে না, দেশের অর্থনৈতিক বিষয়ে বড় কোনো সিদ্ধান্তও গ্রহণ করে না। 

জরুরী পরিস্থিতি হলে অন্য কথা ছিল। কিন্তু বাংলাদেশে এখন কোনো জরুরী পরিস্থিতি বিরাজ করছে না। 

হাসিনার সরকারকে এসব কথা বলে কোনো লাভ নাই। হাসিনা কোনো আইনই মানে না। হাসিনার কাছে এসব আশাও করা যায়না। 

কিন্তু পিটার হাসকে অবশ্যই ঢাকার সাংবাদিকেরা প্রশ্ন করতে পারেন, তিনি কেন বোয়িং বিমান বিক্রির মতো বড় অর্থনৈতিক প্রস্তাব নিয়ে এই নির্বাচনী মৌসুমে আবার মধ্যস্থতা শুরু করলেন।  

মার্কিন দূতাবাসকে আরও প্রশ্ন করা যায়, বাংলাদেশের নির্বাচনের মৌসুমে কেন পেট্রো বাংলার একটি দল আমেরিকায় গিয়ে এক্সনমোবিল কোম্পানিকে বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের মধ্যস্থতা শুরু করেছে। 

দুটি প্রকল্পের অর্থনীতিই বিশাল এবং জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নির্বাচনের সময়ে কেন এসব নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে?  

আব্দুল হাই সঞ্জু 

৭ ডিসেম্বর ২০২৩ 

লন্ডন